জৈন্তায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ৮:৫৩:২২ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার হরিপুর বাগেরখাল এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশীদের হামলায় এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টায় এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের (হরিপুর) বাগেরখাল দলইপাড়া গ্রামের মরহুম আব্দুল মালিকের পুত্র ও সৌদি প্রবাসী হাফিজ মাওলানা আব্দুস শুক্কুর (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী আজির আহমদের ছেলে নজরুল ও বদরুলের সাথে রাস্তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের হাতে থাকা দায়ের কোপে খুন হন আব্দুস শুক্কুর।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম (পিপিএম) সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে যান। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ওসমানীতে প্রেরণ করা হয়। এই ঘটনায় সাথে জড়িত থাকায় বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ১জনকে থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।