সিলেটে হৃদরোগে পুলিশ সদস্যের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ৯:৩৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ আব্দুল মোছাব্বির। তিনি সিলেট জেলা পুলিশের সদর কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইনসে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে কনস্টেবল সদস্য আব্দুল মোছাব্বিরের মৃত্যুতে সিলেট জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এক শোকবার্তায় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।