হাফেজ আব্দুশ শুকুরের খুনিদের ফাঁসি চান ৩১৩ আলেম
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৬:২৭:৪০ অপরাহ্ন
হরিপুরের নিরীহ আলেম মাওলানা হাফেজ আব্দুশ শুকুর এর হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করে অবিলম্বে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন সিলেটের ৩১৩ জন বিশিষ্ট আলেমে দ্বীন। সিলেটের ৩১৩ জন বিশিষ্ট আলেমে দ্বীন এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার এবং প্রশাসন যদি সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করতে টাল বাহানা করে তাহলে জনগণকে সাথে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে এবং পরবর্তী সকল দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। তারা শান্ত পরিবেশকে অশান্ত হওয়ার আগেই মাওলানা আব্দুশ শুকুর এর খুনিদের খুঁজে বের করে ফাঁসি কার্যকর করার আহ্বান জানান।
বিবৃতিদাতা আলেমগণ হচ্ছেন জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, কাশিফুল উলুম পীরের গাও সাহেব বাজার সিলেট এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জামেয়া আবু হুরায়রা রা আল ইসলামিয়া মহালদিক এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া খাঁন, জামেয়া ইসলামিয়া শিমুল কান্দি মাদ্রাসা পশ্চিম বিমান বন্দর সিলেট এর প্রিন্সিপাল মাওলানা বেলাল আহমদ, লাখাউরা এশায়াতুল উলুম মাদ্রাসা সিলেট এর শিক্ষা সচিব মাওলানা আব্দুর রশিদ, আব্দুল্যাহ বিন আব্বাস রা মাদ্রাসা চাতল সিলেট এর মুহতামিম মাওলানা হাফিজ আহসান উল্লাহ, জামেয়া ইমদাদিয়া তাহফিযুল কুরআন নালিয়া সিলেট এর মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, জামেয়া ইসলামিয়া সাতগাও দারুন উলুম মাদ্রাসা সাহেব বাজার সিলেট এর মুহতামিম মাওলানা যুবায়ের আহমদ,রশিদিয়া মহিলা মাদ্রাসা চান্দাই, সাহেব বাজার সিলেট এর মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, হযরত খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা দলইপাড়া খাদিম সিলেট এর মুহতামিম মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা শায়খ মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা হাফিজ জাহেদ আহমদ, মাওলানা হাফিজ নাজিম উদ্দিন, মাওলানা শিব্বির আলম খান, মাওলানা রুহুল আমিন, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা শরীফ আহমদ, হাফিজ জামাল আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দি, মাওলানা হাসান আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা উসমান গনি, মাওলানা হাফিজ তোফায়েল আহমদ মাসুদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কয়েছ আহমদ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা ছয়ফুল ইসলাম, মাওলানা ইদ্রিস আহমদ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা মুহসিন আলী, হাফিজ সাকিব হাসান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুল বারী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মাহমুদুল হাছান ছাতকী, হাফিজ বাহার আহমদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা ফখরুল কবির প্রমুখ। বিজ্ঞপ্তি