ডাউকিতে ‘১ম ইন্টারন্যাশনাল এক্সপোর্টার-ইম্পোর্টার মিট-২০২৩’ চেম্বার প্রতিনিধিদল
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৯:২৫:৪২ অপরাহ্ন
ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটি, মেঘালয় সরকারের কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শনিবার ভারতের মেঘালয় রাজ্যের ডাউকিতে ‘১ম ইন্টারন্যাশনাল এক্সপোর্টার-ইম্পোর্টার মিট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ সভাপতি মোঃ আতিক হোসেন এর নেতৃত্বে ৩৭ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, আমদানি-রপ্তানি পণ্যে বৈচিত্রতা আনয়ন ও দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মেঘালয় সরকারের অর্থ পরিকল্পনা ও কৃষি বিভাগের কমিশনার এবং সচিব ডঃ বিজয় কুমার, আইএএস, মেঘালয় সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার এবং সচিব প্রবীন বক্শী, আইএএস, ইউএনএসকাপ এর সাউথ ও সাউথ-ওয়েস্ট এশিয়া অফিসের ডাইরেক্টর এবং হেড মিকিকো তানাকা, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নিটল মটরস লিঃ এর চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ, ভূটানের বিসিসিআই এর আঞ্চলিক সম্পাদক উগেন চপেল, গোয়াহাটির প্লান্ট কোয়ারেন্টাইন অফিসের প্রতিনিধি রবি লক্ষ্মীগুড়ি, তামাবিল স্থলবন্দরের কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ, কাস্টমস সুপার ফরমান আলী, ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটির সেক্রেটারী বিবেক ভার্মা, ডাইকি স্থলবন্দরের ব্যবস্থাপক চাক্কু সিংহ, মেঘালয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারী জেনারেল ডলি খংলো।
সিলেট চেম্বারের প্রতিনিধিদলে ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান জামিল, মুজিবুর রহমান মিন্টু, আমিনুর রহমান, দেবাংশু দাস, মোঃ সারোয়ার হোসেন ছেদু, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলম, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী, সদস্য আরিফ হোসেন, আবুল কালাম, আব্দুল হাদি পাবেল, বশির আহমেদ, মোঃ মুস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন খান, আহমদ রশিদ চৌধুরী, এনামুল হাসান খান, এস. এম. শায়েস্তা তালুকদার, চৌধুরী রফিকুল হাসান শাহিন, রোকেয়া সুলতানা, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সহকারী সাধারণ সম্পাদক মঞ্জু গোপাল সরকার, অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্তী, আন্তঃ সম্পাদক মোঃ জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রকাশনা সম্পাদক মোঃ সুহেল আহমেদ, সদস্য মোঃ আব্দুল আহাদ, মনিরুল হক, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, সদস্য মোঃ ইউনুস আলী, মনোমোহন পাল মতিশ, চৌধুরী রফিকুল হাসান শাহিন, খসরুল আলম, সিলেট চেম্বারের কর্মকর্তা কাজী ফাহিম।
অনুষ্ঠানে ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটি, মেঘালয় রাজ্য সরকারের কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ ও উভয় দেশের আমদানি-রপ্তানিকারকগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি