বৃটিশ পার্লামেন্ট সদস্যবৃন্দ কর্তৃক বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৯:৩১:৩৫ অপরাহ্ন
বৃহস্পতিবার, বৃটেনের স্কটিশ পার্লামেন্টের অন্যতম সদস্য বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। লেভার পার্টির সেন্ট্রাল লিডার ও স্কটিশ পার্লামেন্ট সদস্য ও শ্যাডো মন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী (এমএসপি), কনসার্ভেটিভ পার্টির সেন্ট্রাল লিডার ও স্কটিশ পার্লামেন্ট সদস্য ও শ্যাডো কেভিনেট সেক্রেটারি মাইলস ব্রিজ (এমএসপি) এবং হাসপাতালের অন্যতম ট্রাস্টি বৃটেন প্রবাসী ব্যারিস্টার মোঃ লুৎফুর রহমানসহ বৃটেনের ক্রস পার্টি গ্রুপের অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খানসহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন করেন। আগত অতিথিবৃন্দ প্রবাসীগণের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত বাংলাদেশের একটি উপজেলা পর্যায়ে এই ধরনের একটি হাসপাতালের ক্রমবর্ধমান অগ্রগতিতে তাহাঁরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সকল দাতাগণের ভূয়সী প্রশংসা করেন। এই হাসপাতালের সার্বিক অগ্রগতিতে এবং একটি পরিপূর্ণ ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নির্মানে তাহাঁরা সর্বাতœক সহযোগিতার আশ্বাসও ব্যক্ত করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মইন উদ্দিন মঞ্জু, লিটন দাসসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি