মহিলা কলেজে পাশের হার বাড়লেও কমেছে এ প্লাস
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৫:০৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সরকারি মহিলা কলেজে এবারের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় গতবারের চেয়ে পাশের হার বেড়েছে। তবে কমেছে এ প্লাসের সংখ্যা। এ বছর তাদের পাশের হার ৯৯ দশমিক ৭৩ শতাংশ, যা গতবার ছিল ৯৯ দশমিক ১২ শতাংশ।
এ বছর এখান থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৭শ ৯৪ জন ছাত্রী। এর মধ্যে পাশ করেছে ৭শ ৮৯ জন। ফেল করেছে ৫ জন। গতবারও সমান সংখ্যক ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৪শ ৩ জন অংশ নিয়ে পাশ করেছে ৪শ ১ জন এবং মানবিক বিভাগ থেকে ৩৯১ জন অংশ নিয়ে পাশ করেছে ৩শ ৮৮ জন। এবার জিপিএ ৫ এসেছে ১শ ৯৫ টি। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১শ ৫৯ এবং মানবিক বিভাগ থেকে ৩৬ টি। গতবছর এ প্লাস এসেছিল ৪শ ৮৭ টি।