শাহজালাল জামেয়ায় এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৫:৫১:৫৪ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ৩২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। এ গ্রেডে ১২৬, এ মাইনাস গ্রেডে ১০৫, বি গ্রেডে ৫১, সি গ্রেডে ১৭ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৪.৪৬%। জিপিএ-৫ প্রাপ্তদের বিজ্ঞান বিভাগের ২ জন, মানবিক বিভাগের ৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগের ফলাফল ১০০%।
এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ১৬৩ জন, মানবিক বিভাগে ১৩০ ও ব্যবসা শিক্ষায় ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞান বিভাগে ৯০.১৮%, মানবিক বিভাগে ৯৮.৫০% ও ব্যবসায় শিক্ষায় ১০০% পাশ করেছে।শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী বলেছেন, গত বছরের চেয়ে এ বছর জিপিএ-৫ কম হলেও ফলাফল ছিল আশানুরূপ। তিনি এ ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
বেলা ১১ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থীরা আনন্দে ফেটে পড়ে। শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকদের মিষ্টিমুখ করান। বিজ্ঞপ্তি