ছাতকে এইচএসসির ফলাফলে শীর্ষে জাউয়া কলেজ
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৬:১৭:০০ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকের ৮ টি কলেজ, ৬ টি মাদ্রাসা ও একটি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি, আলিম ও কারিগরি ট্রেড পরীক্ষায় মোট ৩৫৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৫৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে কলেজ পর্যায়ে ৭ জন ও মাদ্রাসা পর্যায়ে ৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজ থেকে ৭২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫৬৭ জন। এ প্লাস পেয়েছে ৪ জন শিক্ষার্থী। ছাতক সরকারি কলেজ থেকে ৭০৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছ ৫৫৫ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৩ জন শিক্ষার্থী। গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি ডিগ্রি কলেজের ৯১২ জন শিক্ষার্থী এইচএস সিতে অংশ নিয়ে ৫৭৭ জন কৃতকার্য হয়েছে। মঈনপুর জনতা মহাবিদ্যালয় থেকে ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৩৫ জন, বুরাইয়া স্কুল এন্ড কলেজ থেকে ৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫৫ জন। ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১০০ জন, সমতা স্কুল এন্ড কলেজ থেকে ১১৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৩ জন, বাংলাবাজার সামারুন নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫১ জন শিক্ষার্থী।
কলেজ পর্যায়ে মোট শিক্ষার্থী ৩১০২ জন, উত্তীর্ণ হয়েছে ২২৩৩ জন। পাশের হার ৭১.৯৮ ভাগ।
এদিকে, উপজেলার ৬ টি মাদ্রাসা থেকে ৩ ৭২ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৬৯ জন শিক্ষার্থী। এ প্লাস পেয়েছে ৬ জন শিক্ষার্থী। বুরাইয়া কামিল মাদ্রাসা থেকে ৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৩ জন শিক্ষার্থী। এ প্লাস পেয়েছে একজন। গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার ৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬১ জন। একজন পেয়েছে এ প্লাস। খরিদিচর আলিম মাদ্রাসা থেকে ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৫ জন শিক্ষার্থী। সিংচাপইড় আলিম মাদ্রাসা থেকে ৩৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৮ জন। পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা থেকে ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৮ জন। মাদ্রাসার পরীক্ষার্থী ৩৭২ জন কৃতকার্য হয়েছে ২৬৯ জন শিক্ষার্থী। পাশের হার ৭২.৩১।
উপজেলার একটি মাত্র সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি (কারিগরি) পরীক্ষায় ৯৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯৫ জন শিক্ষার্থী। পাশের হার ৯৭.৯৪। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।