এইচএসসিতে রেকর্ড সাফল্য এমসি কলেজের
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৬:২৭:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এবারো এইচএসসি ফলাফলে সেরাদের সেরা হয়েছে সিলেট এমসি কলেজ। প্রতিবারের ন্যায় এবারও নিজেদের সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি, ভেঙে দিয়েছে পুরনো সব রেকর্ড। পাশের হার ও জিপিএ-৫ উভয় ক্যাটাগরিতে শীর্ষ স্থান দখল করেছে কলেজটি।
রোববার সকালে প্রকাশিত ফলাফল ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ। তবে ফল প্রকাশকালে কোন শিক্ষার্থীর দেখা মিলেনি সবুজ ক্যাম্পাসে। প্রযুক্তির বদৌলতে সকল শিক্ষার্থী ঘরে বসে ফলাফল সংগ্রহ করেন। বোর্ডের মেধা তালিকার প্রচলিত পদ্ধতি না থাকলেও স্বীয় ফলাফলে এ কলেজটি তার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৪৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করেছেন ৪৪৪ জন। জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছেন ৩০৬ জন শিক্ষার্থী। পাশের হার ৯৯.৫৫ শতাংশ। এছাড়া ১২৫ জন জিপিএ-৫ ৪.০০ (এ) এবং ১২ জন জিপিএ-৫ ৩.৫০ (এ মাইনাস) ও ১ জন জিপিএ ৩.০০ (বি) পেয়েছেন।
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ বলেন, ছাত্রÑছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রÑছাত্রীদের প্রতি শিক্ষকÑশিক্ষিকাদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিলো বলেই আমরা বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। আগামীতে শতভাগ সাফল্যের আশা করছি।