আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৬:২৭:৫৯ অপরাহ্ন
সিলেট নগরীর দরগাহ মহল্লা পায়রা এলাকায় অবস্থিত আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়।সকাল ১০টায় মাদরাসার ক্যাম্পাস থেকে প্রতিষ্ঠানের পরিচালক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পায়রা ও অর্ণব এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় মাদরাসা ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ নূরানী মাদরাসার উপদেষ্টা ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও বিশেষ অতিথি পায়রা সমাজকল্যাণ সংঘের জয়েন্ট সেক্রেটারি মুছাদ্দিকুন নবী।
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফুজায়েল আহমদ, সহকারী শিক্ষা সচিব মুফতি আব্দুল্লাহ, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফিজ ফয়সল আহমদ, সহকারী শিক্ষক সুলাইমান আহমদ, আবাসিক নূরানী বিভাগের সহকারী শিক্ষক মাওলানা নূরুল ইসলাম, নূরানী কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা শাহান আহমদ, ইসমাইল আহমদ, আদর্শ নূরানী ছাত্র সংসদের শিক্ষার্থী আব্দুল্লাহ, হাসানুর রশিদ, জাবেদ আহমদ, জিহাদ, আহমদ হোসেন শুভ, জুন্নুন আহমদ জিসান, শিমুল আহমদ, হা’মীম, নওশাদ মাহফুজ প্রমুখ।
র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মুহাম্মদ আমজাদ হোসাইন আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত এ ব্যতিক্রমি মাদরাসার ভূয়সি প্রশংসা করে এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি