দুসকীতে হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৬:২৮:৫৫ অপরাহ্ন
কলিহত জীবের মঙ্গল কামনায় ও বিশ্ব্ব শান্তিকল্পে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও রাধাকৃষ্ণের লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের আখালিয়াস্থ সনাতনপল্লী দুসকী এলাকায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ; পরিবেশনায় মহানামব্রত চক্রবর্তী (লিটন), সন্ধ্যা সাড়ে ৫টায় মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ; পরিবেশনায় বিনোদ বিহারী দাস বাবুল, সন্ধ্যা ৭টায় আরতী কীর্ত্তন, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায় গিরিরাজ দাস জুয়েল। ১ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও রাধাকৃষ্ণের লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। দুপুর ১২টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
কীর্ত্তন পরিবেশন করবেন মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেট; টিটু দাস, গৌর সম্প্রদায়, দিরাই; দেবাশীষ দাস, বিয়ানীবাজার; গিরিরাজ দাস জুয়েল, সিলেট; সবিনয় সরকার, নেপাল তালুকদার, নেত্রকোনা ও শ্রীযুক্ত হীরেন চন্দ্র দাস, সিলেট। ২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় দধিভা- ভঞ্জন ও কীর্ত্তন সমাপন, পরিবেশনায় গিরিরাজ দাস জুয়েল।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সনাতনী যুব সংঘ ও দুসকী সনাতনপল্লী, আখালিয়া, সিলেটের সভাপতি বিবেকানন্দ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক তন্ময় চন্দ্র দাস বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি