জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজর ইর্ষণীয় সাফল্য
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৮:৫০:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এইচএসসি’র ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। এ বছর প্রতিষ্ঠানটির ৬২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৬১৪ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পাওয়ার সাফল্য অর্জন করেছে ১৩৬ জন। এবার প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮.৮%।
জানা যায়, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবার মোট ৬২৬ জন শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
এরমধ্যে ব্যবসায় শিক্ষা শাখায় ১৬৭ শিক্ষার্থীর মধ্যে ফেল করেছেন ৩ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১৯জন। বিজ্ঞান শাখায় ৩২৫ জন অংশ নিয়ে ফেল করছেন ৯ জন। এ শাখায় জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন শিক্ষার্থী। এছাড়া মানবিক শাখা থেকে ১২২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। এ শাখার সকল শিক্ষার্থী পাস করেছেন।