মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৫:০২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মাদক মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সিলেটের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামী আয়লাফ আহমদ (৫৫) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট নিজাম উদ্দিন জানান, আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড, তা অনাদায়ে আরো এক মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ আগস্ট আসামী আয়লাফ আহমদ বিক্রয়ের উদ্দেশে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আসামির বসতঘর থেকে ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৭ লাখ ৩২ হাজার ৫শ’ টাকা হবে বলে মামলার প্রতিবেদন থেকে জানা যায়।