জৈন্তায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৫:১০:০৮ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মঈন উদ্দিন (৫০) উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ও দরবস্ত ইউনিয়নের নুরপুর গ্রামের জরিব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধার পর স্থানীয় এক সালিশ বৈঠকে যান ইউপি সদস্য মঈন উদ্দিন। সেখান থেকে বাড়ী ফেরার পথে রাত ১০টায় চতুল-কানাইঘাট সড়কের মানিকপাড়া নামক স্থানে আসা মাত্র কানাইঘাটগামী একটি মাইক্রো স্বজোরে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্বার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, ফখরুল ইসলাম।