তাহিরপুর বিনামূল্যে সার বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৫:৩৫:০১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ৪ হাজার কৃষকদের হাতে ১০ কেজি ডিওপি, এমওপি ১০ কেজি, ৫ কেজি বোরো ধানের উবশী বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান উদ দোলা, উপজেলা মৎস্য কর্মকর্তা ইউসুফ আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, যুবলীগ নেতা আবুল কাশেম, সাংবাদিক সওকত হাসান, মনিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান উদ দোলা জানান, বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।