গোয়াইনঘাটে সচেতনতামূলক উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৫:৩৬:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে কিশোর কিশোরীদের সাথে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মধ্য জাফলং ইউনিয়নের আলম নগরে স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলীর সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, প্রশিক্ষক রহমত উল্ল্যাহ, জেন্ডার প্রমোটার রাসিদা আক্তার। বৈঠকে অংশগ্রহণ করেন বিডব্লিউবি এর মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীরা।