ওসমানীনগরে সরকারি রাস্তার উপর হাঁসের খামার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৫:৫৩:৩৮ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সরকারি রাস্তার উপর হাঁসের খামার গড়ে তুলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। হাঁসের ঘরের কাছে গিয়ে রাস্তায় চলাচলের যানবাহনকে বাঁকা হয়ে চলতে হয়। এতে ঐ স্থানে দুর্ঘটনা আশংকা রয়েছে।
জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের লামা তাজপুর নামক স্থানে শেরপুর-মাধবপুর সড়ক তথা কুশিয়ারা ডাইকের উপর গ্রামের দিলাল মিয়া নামের এক ব্যক্তি একটি হাঁসের খামার গড়ে তুলেন। ফলে ঐ রাস্তা দিয়ে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম ও বিভিন্ন যান চলাচলে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, সরকারী রাস্তার উপর হাঁসের ঘর নির্মাণ করে পাবলিকের সমস্যা করা হচ্ছে। কিছুদিন আগে স্থানীয় মেম্বার বিষয়টি নিয়ে আলাপ করেছেন।স্থানীয় সাদীপুর ইউপি’র সদস্য শাহ ইসমাইল আলী বলেন, আমি কিছুদিন আগে এদিকে গিয়ে রাস্তার উপর হাঁসের ঘর দেখে তুলে নেওয়ার কথা বলে এসেছি। রাস্তায় ঘর থাকায় চলাচলে সমস্যা হবে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, কুশিয়ারা ডাইকে হাঁসের ঘর নির্মাণের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জেনে ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্ত দিলাল মিয়া বলেন, আমার হাঁসের ঘরের জন্য রাস্তায় চলাচলে কোন সমস্যা হচ্ছেনা। চলাচলের সমস্যা হলে সিএনজি টমটমের ড্রাইভাররা বলতেন।