স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক সভা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৬:২০:৫০ অপরাহ্ন
সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনমূলক সভা সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার মো: আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারী অফিসার নিলুফা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ফখরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল আহাদ ও যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেটের দক্ষ যুব সংগঠক মোঃ কামাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের যুবরা আগামী দিনের ভবিষ্যত। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যুবদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। বক্তারা যুবদের দুর্নীতিমুক্ত, মাদক, জঙ্গিমুক্ত দেশ গড়তে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি