জগন্নাথপুরে নৌকার সমর্থনে আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৭:০৫:৩৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় জগন্নাথপুরে আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পরিকল্পানমন্ত্রী এমএ মান্নানের নৌকা প্রতীকের সমর্থনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রোজউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।
এতে উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আ.লীগ নেতা আকমল খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলার আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো.আইয়ূব খান, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আ.লীগ নেতা সুহিন আহমদ দুদু, শিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতা সায়মন আহমদ, তোহা চৌধুরী, সজিব রায় দুর্জয়, কামরুল হাসান তেরাই, প্রবাসী আবদুল মোমিন সহ উপজেলার সকল ইউনিয়ন থেকে আসা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ শতশত জনতা অংশ গ্রহণ করেন।