জগন্নাথপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মাদ্রাসা এগিয়ে
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৭:০৬:১৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার মাদ্রাসা এগিয়ে রয়েছে। ২৬ নভেম্বর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে জগন্নাথপুর উপজেলার ১০টি কলেজ থেকে ১৯০৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫টি। পাসের হার ৬৪ দশমিক ৯৫।
এছাড়া উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ৪০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৭৬ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ২টি। পাসের হার ৯৩ দশমিক ৩০। জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায় ফলাফল নিশ্চিত করে বলেন, এবারের ফলাফল হারে জগন্নাথপুরে কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে আছে।