সিলেট-৬ আসনে নাহিদ নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৭:০৯:১৩ অপরাহ্ন
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সারওয়ার ও পল্লব
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ। রোববার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার নাম ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন না পেলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সারওয়ার হোসেন। এছাড়াও বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
জানা যায়, প্রথম থেকেই নুরুল ইসলাম নাহিদের সাথে আলোচনায় ছিলেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সারওয়ার হোসেন।। সিলেট-৬ আসনের মনোনয়ন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ ব্যাপারে তিনি প্রতিবেদককে জানান, এলাকায় দীর্ঘদিন ধরে জনগণের জন্য কাজ করে যাচ্ছি, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার উন্নয়ন এবং সর্বস্তরের জনগণের একজন সেবক হিসাবে পাশে থাকার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রীর নির্দেশনায় আমি স্বতন্ত্র প্রার্থী হবো।
অন্যদিকে, সরাসরি ঘোষণা না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে থাকতে পারেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব। তিনি প্রতিবেদককে বলেন, সোমবার রাতে তিনি নেতাকর্মীদের নিয়ে বসছেন এর পরপরই নির্বাচন নিয়ে নিজের সিন্ধান্ত জানাবেন, তবে এখন পর্যন্ত নির্বাচনের জন্য নেতাকর্মীদের চাপ রয়েছে তার উপর।
এদিকে, সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম ঘোষণার পর বিয়ানীবাজার পৌরশহরে আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। পরে পথসভার মাধ্যমে আনন্দ মিছিল শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, যুগ্ম সম্পাদক আব্দুশ শুকুর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ।
বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাড়াও এখানে দলের মনোয়ন চান কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির চৌধুরী শাফি, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, আফসার খান সাদেক, জুলিয়ান চৌধুরী রাহী, সামছুল ইসলাম বাচ্চু, আবুল কালাম মোহাম্মদ, শামসুজ্জামান ও মো. মোদাব্বির হোসেন।