‘বঙ্গবীরকে নিবেদিত পঙক্তিমালা’র প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৭:১৭:২৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী আমাদের জাতীয় ইতিহাসের অনন্য কৃতি পুরুষ, এক বিরাট মহীরুহ। নিখাঁদ দেশপ্রেম, সততা, নীতিনিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং সময়ানুবর্তিতার এক উজ্জল দৃষ্টান্ত তিনি। তাঁর চর্চিত মানবিক গুণাবলী বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার অনন্ত উৎস।
‘বঙ্গবীর জেনারেল ওসমানীর অনুকরণীয় জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা এবং বাংলাদেশসহ ৮টি দেশের কবিদের ওসমানী বিষয়ক সেরা কবিতার সমন্বয়ে সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বঙ্গবীরকে নিবেদিত পঙক্তিমালা’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
বঙ্গবীর ওসমানী জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এবং বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন যুক্তরাজ্য ও বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবীর জেনারেল ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ কেন্দ্রীয় সংসদের মহাসচিব ও প্রধান সম্বন্বয়ক সাংবাদিক মুহম্মদ ফয়জুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও প্রবীণ শিক্ষাবিদ প্রিন্সিপাল মসউদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবিভক্ত ভারতবর্ষের আসামের সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরী (কলামিয়া)-এর পুত্র সমাজচিন্তক জুনেদ আহমদ চৌধুরী এবং ভারত থেকে আগত ইন্দো-বাংলা মৈত্রী শিলচর, আসাম-এর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভদ্বীপ দত্ত (মলয়)।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কবি অধ্যক্ষ কালাম আজাদ, সমাজচিন্তক লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.নজরুল হক চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক প্রিন্সিপাল প্রফেসর মো. সিরাজুল ইসলাম, সিলেট এমসি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্মা এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন।
প্রকাশনা অনুষ্ঠানে কাব্যগ্রন্থের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-প্রকাশক বায়োজিদ মাহমুদ ফয়সল। অনুষ্ঠানে পাঠ করেন কবি-ঔপন্যাসিক নজরুল ইসলাম সবুর।আলোচনায় অংশ নেন বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের ভাইস-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী এবং কবি ও সাহিত্য সমালোচক মুহিবুর রহমান কিরণ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবীর জেনারেল ওসমানীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসহাক আল-মাদানী।
প্রকাশনা অনুষ্ঠান শেষে চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী কর্তৃক বঙ্গবীর ওসমানীকে নিয়ে রচিত গান পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি।