সিলেটে হালকা শীত অনুভূত
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৭:৪৪:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রকৃতিতে এখন হেমন্তকাল। অঘ্রাণের মাঝামাঝি এই সময়ে এসে সীমান্ত জনপদ চায়ের রাজধানী সিলেটে হালকা শীত অনুভূত হচ্ছে। ভোরে কুয়াশার চাদর আর কলাপাতায় শিশিরের টাপটাপ শব্দ মনে করিয়ে দিচ্ছে শীত এলো বলে। দিনের বেলা সূর্যের তাপ এখনও ত্রিশের কোঠায় থাকলেও সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া বইতে দেখা যায়। ভোররাতে শীতের অনুভব অনেকটাই সারা দেয়, ঘুমন্ত হাত আনমনে টেনে নেয় হালকা কাথা। তবে শীত আসতে আরও সপ্তাহ দুয়েক লাগবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
এরআগে আবহাওয়ার পূর্ভাবাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৪৮ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।