মাধবপুরে চা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৫:৩৮:৫৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: চা বাগানের অব্যাহত লোকসান কমাতে সরাসরি গ্রাহকের কাছে উন্নতমানের চা পাতা পৌঁছে দিতে ন্যাশনাল টি কোম্পানী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন। সোমবার বিকেলে এনটিসি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোছা এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনটিসির জেনারেল ম্যানেজার সৈয়দ মাহমুদ হাসান, ডিজিএম এমদাদুল হক মিঠু, ডিজিএম (অর্থ) কেরামত আলী, ম্যানেজার দিপেন কুমার সিনহা, ম্যানেজার লিমন আহমেদ প্রমুখ। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোছা বলেন, ক্রমাগতভাবে চায়ের দর অনেক কমে গেছে। চা বিক্রয় করে এখন উৎপাদন খরচ উঠানো যাচ্ছেনা। এ কারণে প্রতিবছর চা বাগানে লোকসান গুনতে হচ্ছে। এখন থেকে বাগানে উৎপাদিত ২৫ ভাগ চা সরাসরি বিভিন্ন বিক্রয় কেন্দ্রে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে গ্রাহকরা অপেক্ষাকৃত কমদামে সরাসরি চা বাগানের বিক্রয় কেন্দ্র থেকে ক্রয় করতে পারবে।