ইউরোপে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, ফ্রান্সে সতর্কতা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৭:১৬:৫০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : শীতের শুরুতেই প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বার্ড ফ্লু। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে অঞ্চলটির দেশে দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে এ ভাইরাস। এদিকে ফ্রান্সের একটি খামারে সম্প্রতি বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর দেশটিতে জাতীয় সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের উত্তর–পশ্চিমাঞ্চলের একটি টার্কি মুরগির খামারে বার্ড ফ্লু শনান্ত হয়েছে। এর পরপরই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় বলছে, ব্রিটানি অঞ্চলে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরেই এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এখন আর এ নিয়ে অবহেলা করার সময় নেই। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে। বার্ড ফ্লু প্রাদুর্ভাবের পর দেশটিতে জাতীয় সতর্কতার মাত্রা কম থেকে মাঝারি পর্যায়ে উন্নীত করা হয়েছে।
উল্লেখ্য, বার্ড ফ্লুর কারণে বিশ্বের বিভিন্ন দেশে অনেক পাখি মারা যাচ্ছে। মুরগির খামারগুলোতে পড়েছে এর বড় প্রভাব, ক্ষতি হচ্ছে খামারিদের। মানুষের দেহেও ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এরই মধ্যে জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।