তাহিরপুরে হতদরিদ্রদের ভেড়া বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৭:৫৩:১০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হতদরিদ্র পরিবারের মধ্যে আমাল ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রতি ২টি ভেড়া ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪০ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, আমাল ফাউন্ডেশনের অপারেশন ম্যানেজার কাজী নাসির, সার্বিক সহযোগিতায় মসিউর রহমান, বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুহেব আহমদ প্রমুখ।