ছাতকে সুফলভোগীদের আয় বর্ধনমূলক প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৭:৫৪:৪৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে গরু মোটাতাজাকরণ ও গাভী পালন আয় বর্ধনমূলক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৪০ জন উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষকের বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল-হোসাইন বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বি করে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। অবহেলিত হতদরিদ্র মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করে ৪০ জন সমবায়ীকে ৩০ হাজার টাকা করে ঋণ দিয়ে বেকারত্ব ঘুচিয়ে নিজেদের চাহিদা পূরণ করে এলাকার লোকজনের মধ্যে উৎসাহ বাড়াতে হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রজিক নির্মল কুমার মন্ডল, প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া বেগম, মালেকা বেগম, রওশন আরা, রাবিয়া বেগম, ছাবিয়া বেগম প্রমূখ।