স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সুরঞ্জিতের স্ত্রী জয়া
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৮:৩৭:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সুনামগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। মঙ্গলবার সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জয়াসেনের পক্ষে মনোনয়নপত্র তোলেন করেছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন। জয়া সেনগুপ্তা বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, ‘বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।’
এ বিষয়ে জয়া সেনগুপ্তা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তবে এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে পারবো না। দিরাই এসে আমি কথা বলবো।’
জয়াসেনের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ-দৌলা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা-কর্মীরা।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। তবে এবার এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোটো ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। সুনামগঞ্জ-২ আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। এর আগে সত্তরের নির্বাচনে প্রাদেশিক পরিষদেরও নির্বাচিত সদস্য ছিলেন তিনি। ফলে হাওর এলাকার এ আসনটি ‘সুরঞ্জিতের আসন’ নামে পরিচিত হয়ে ওঠে। তাঁর মৃত্যুর পর এ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্তা।