অবরোধ-হরতাল পালনে বিএনপির আহবান
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৮:৪৬:২৭ অপরাহ্ন
সরকারের পদত্যাগের একদফা দাবীতে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দেশকে বাঁচাতে এবং এই সরকারকে পদত্যাগ নিশ্চিত করতে চলমান অবরোধ ও হরতাল সর্বাত্মক ভাবে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল উপজেলা, পৌর ও মহানগরীর সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ মুক্তিকামী সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি