যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার আশা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৮:৫৪:১৯ অপরাহ্ন
ঠান্ডায় বিরুপ পরিস্থিতি গাজায়
জালালাবাদ রিপোর্ট : গাজায় টানা চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে, হামাস এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের আরো একটি দলকে ছেড়ে দেয়ার বিনিময়ে একদল ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে।স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ইসরায়েলি কারাগার থেকে ৩৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। এর আগে হামাস ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। যারা ছিলেন ফ্রান্স, জার্মানি বা আর্জেন্টিনার দ্বৈত নাগরিকত্ব পাওয়া ব্যক্তি।
চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার কাতারের মধ্যস্থতাকারীরা মঙ্গলবার এবং আজ বুধবার দুই দিন যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেয়। এই যুদ্ধবিরতি আরো দীর্ঘায়িত হওয়ার আশা করা হচ্ছে।কাতার বলেছে, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও নিশ্চিত করা হয়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেছেন, আগামী দুই দিনের মধ্যে হামাস আরও ২০ জন নারী ও শিশুকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।এদিকে যুদ্ধবিরতির মধ্যে মানবিক ত্রাণ সহায়তার ভর্তি আরও কিছু ট্রাক সোমবার গাজা উপত্যকায় প্রবেশ করেছে। সহায়তা সংস্থাগুলি মূলত যুদ্ধপীড়িতদের মধ্যে খাবার, জ্বালানি এবং ওষুধ বিতরণ করছে।গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ বিতরণ আগের চেয়ে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। কিন্তু তারা এটাও সতর্ক করে বলেছে, যে পরিমাণ ত্রাণ সহায়তা আসছে তা চাহিদার তুলনায় নগণ্য। সমুদ্রে এক ফোটা পানির মতো।
এরপরও গাজাবাসী জরুরি ত্রাণ সহায়তা পেতে এবং নিরাপদে গাজায় চলাফেরা করতে, যুদ্ধে বিরতির এই সময়টি ব্যবহার করছে-অনেকেই তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন। আবার যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে তারা কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা খতিয়ে দেখতে যাচ্ছেন।অনেকে শীতের কাপড়ের সন্ধান করছেন। কেননা গাজায় বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস দেখা দিতে শুরু করেছে।
কাতারের আশা যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে :
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানোর চুক্তির বিষয়ে বিবিসি নিউজের সাথে কথা বলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, হামাস বর্ধিত অস্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসাবে আরও ২০ জিম্মিকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
চুক্তিটি ওই দুই দিনের পরে আরও বাড়ানো যেতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন: “আমরা বেশ আশাবাদী”। তার মতে, চার দিনের বিরতির জন্য চুক্তিতে পৌঁছানো সহজ কাজ ছিল না। আমরা এই মানবিক যুদ্ধ বিরতি চুক্তির জন্য আলোচনা করতে গিয়ে অনেক কঠিন সময় পার করেছি। এখন যেহেতু দুই দিনের যুদ্ধবিরতি রয়েছে আমরা আশাবাদী যে উভয় পক্ষের জন্য আমরা আরও টেকসই যুদ্ধ বিরতির বিষয়ে কাজ করতে পারবো।
ঠাণ্ডা ও আর্দ্র আবহাওয়ায় গাজার পরিস্থিতি আরও বিরূপ :
গাজায় সাম্প্রতিক দিনগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে এবং এর প্রভাবে তাপমাত্রাও অনেকখানি নেমে গেছে। তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রীর মধ্যে উঠানামা করছে।বিবিসির সংবাদদাতা, আদনান এল-বুর্শ বলেছেন, পরিস্থিতি খুবই খারাপ – বিশেষ করে তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত পরিবারগুলো এখনও পর্যাপ্ত গরম কাপড় পায়নি। তাদের মানবেতর দিন কাটাতে হচ্ছে। আমি তাদের অনেককে ধ্বংসস্তূপের নিচে পুরানো কাপড় এবং কম্বল খুঁজতে দেখেছি, তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে যেতে দেখেছি।