মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৪:৫৪:৩৩ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশী ও আহত দু’জন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরো চারজন। তাঁরা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লেবার) এএসএম জাহিদুর রহমান এ প্রতিবেদককে ফোনে নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।
নিহতরা হচ্ছেন- মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও মো: আহেদ আলী (৪২)। আহত দুইজন হচ্ছেন- মো: রাজু ইসলাম (৩৩) ও মো: উজ্জল মৃধা (৩০)। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উজ্জলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন জাহিদুর রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে এ ঘটনার ভুক্তভোগীরা বাংলাদেশি নাগরিক। জান মোহাম্মদ বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ভবন ধসে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন জানিয়ে জান মোহাম্মদ বলেন, তাঁরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে।