নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভিসির সাথে সাস্ট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৫:১২:০১ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন সাস্ট প্রেসক্লাব এর সদস্যবৃন্দ বুধবার দুপুর সাড়ে ১২টায় সৌজন্য সাক্ষাৎ ও শুছেচ্ছা বিনিময় করেন।
সাস্ট প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্্র, সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক হাসান নাইমের নেতৃত্বে সাক্ষাত অনুষ্ঠানে আরো ছিলেন জুবাইদুল হক রবিন, তানভির হাসান, নাইম আহমেদ শুভ, আদনান রায়, সাগর হাসান শুভ্র, নুর আলম, নাজমুল হুদা, রাশেদুল হাসান, আব্দুল্লা আল মাসুদ, হাবিবুল হাসান রিজভী, মোঃ সাদমান সাহাব, নোমান ফয়সল, আব্দুল রহিম কবির ও সৈকত মাহবুব।
সৌজন্য সাক্ষাৎ ও শুছেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সার্বিক শিক্ষাকার্যক্রম তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন সাস্ট প্রেসক্লাব এর সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের বিষয়গুলো তাদের সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোঃ শাহান আহমেদ এবং উপাচার্য সচিব আরিফ শাকিল নাহিদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি