আব্দুল মুকিত চৌধুরীর মৃত্যুতে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৫:৩০:৪১ অপরাহ্ন
সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১০নং ওয়ার্ডের রুকন, নগরীর শামীমাবাদ ইউনিটের সভাপতি আব্দুল মুকিত চৌধুরী (৬২) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, মরহুম আব্দুল মুকিত চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের এক নিবেদিতপ্রাণ দায়িত্বশীল। তিনি কোতোয়ালী পশ্চিম থানার ১০নং ওয়ার্ডের শামীমাবাদ ইউনিট সভাপতি হিসেবে দ্বীনের সুমহান খেদমতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কঠিন পরিস্থিতিতে সকল আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী ও সাংগঠনিক ভাইদের কাছে প্রিয় পাত্র ছিলেন। আল্লাহ পাক রাব্বুল আল আমীন মরহুম আব্দুল মুকিত চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি