ছাতকে জামায়াত-বিএনপির ৩০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৬:০১:৪৫ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে বিএনপি-জামায়াত, যুবদল ও ছাত্রদলের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ছাতক শহরের কোর্ট রোডের প্রবেশ মুখে অবরোধ করায় ছাতক থানার এস আই মোঃ ইমরান তালুকদার একটি মামলা দায়ের করেন। এ মামলায় ছাতক পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপির কেন্দ্রিয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে। মামলার অন্যান্য আসামিরা হলেন, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের হাবিবুর রহমান, মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান নজরুল হক, পৌরসভার তাতিকোনা গ্রামের শাকিব মাহমুদ তালুকদার, বাগবাড়ি গ্রামের সালমান আহমদ, ফকির টিলা গ্রামের সামসুর রহমান বাবুল, কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের মাসুক মিয়া, তালুকপাড়া গ্রামের মানিক মিয়া, হাসনাবাদ গ্রামের মিজানুর রহমান আমরু, রামপুর মাঝপাড়া গ্রামের সাজ্জাদুর রহমান, নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের কামাল উদ্দিন, দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের হুমায়ুন, দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের রাকিব আল মামুন, জাউয়াবাজার ইউনিয়নের খারাই গ্রামের আনোয়ার হোসেন, জাউয়া গ্রামের আবিদুর রহমান, মোগলগাঁও গ্রামের আবু সুফিয়ান, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিব নগর গ্রামের সাজ্জাদ আলী সাজু, বড়চাল গ্রামের সৈয়দ আহমদ কবির, বানারশী গ্রামের আব্দুল জলিল, ছৈলা মালিকান্দি গ্রামের শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সিংগুয়া গ্রামের আতাউল মগনী, বিলপার গ্রামের বিল্লাল মিয়া, ভেরাজপুর গ্রামের ইমন আহমদ ইনাম, তকিপুর গ্রামের সজিব আহমেদ রাজন, ফয়সাল আহমদ সুমন, গোবিন্দনগর গ্রামের লায়েক চৌধুরী, এনাম উদ্দিন, সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের গাজী মিল্টন ও এজাহারে মঞ্জুরুল ইসলাম নামের আরো এক ব্যক্তি রয়েছেন। এ ব্যাপারে ওসি শাহ আলম এ মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।