দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৬:১০:৪৭ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাসিক এক সভা ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় আগামী ৯ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টায় গণজামায়েত, র্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সিলেট শিক্ষা বোর্ডের সাবেক ডিজি, শিক্ষাবিদ মোঃ আব্দুল হাই, ব্যাংকার সচীন্দ্র নাথ ভট্টাচার্য্যরে মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, শুভেচ্ছা ফাউন্ডেশনের সভাপতি ও ফোরামের কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল গফুর, সাবেক ছাত্রনেতা কামরান আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাবেক সভাপতি, কেন্দ্রীয় নেতা ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।
সভা শেষে দেশের ক্রমবর্ধমান সামগ্রিক অবস্থা, স্থিতিশীলতার লক্ষে মহান আল্লাহ দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালানা করেন ফোরামের কেন্দ্রীয় নেতা মাওলানা এমদাদুল হক জুম্মা। বিজ্ঞপ্তি