ইমানের সাথে সৎভাবে জনসেবা করতে চাই : পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৬:৪০:৫০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বর্তমান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন।
২৯ নভেম্বর বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, মন্ত্রীপুত্র সাহদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি সীতাংশু শেখর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন ও জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমূখ।
এদিকে, মনোনয়নপত্র দাখিলের আগে দলীয় কার্যালয়ে কর্মীসভায় ও দাখিল শেষে অনুভূতি প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আমি ইমানের সহিত সৎভাবে জনসেবা করতে চাই। বিগত ১৫ বছরে যে উন্নয়ন করেছি, জনগণ তা জানেন। আরো অনেক কাজ বাকি রয়ে গেছে। তা সমাপ্ত করতে চাই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আস্থা রেখে আমাকে নৌকা দিয়ে নির্বাচনে পাঠিয়েছেন। আপনারা নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। কারণ বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়। আমরাও উন্নয়ন কাজ করতে চাই। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, হিংসা-বিদ্বেষ ভূলে নির্বাচনে আসুন। না হলে দেশ ও মানুষের ক্ষতি করবেন না। নাশকতামূলক কাজ কাম্য নয়।’
এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আনহার মিয়া, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক ও সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, আ.লীগ নেতা আকমল খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহামদ, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল সহ দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।