মাধবপুরে বিমান প্রতিমন্ত্রীর মনোনয়ন দাখিল
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৬:৪০:৪৫ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। বুধবার দুপুরে মাধবপুর উপজেলার সহকারী রির্টানিং অফিসার কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। মাধবপুর রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর, সহ-সভাপতি জায়েদ খান, সাবেক মেয়র শাহ-মোহাম্মাদ মুসলিম।