ইমরান আহমদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এড. নাসির
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৭:১৪:৫৪ অপরাহ্ন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
সভায় প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ একসময় অন্ধকারে ছিল, দেশের রিজার্ভ ছিল শূন্যের কোঠায়। সেই অবস্থা থেকে শেখ হাসিনা তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এসব বিষয় জানাতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৪ আসনের প্রার্থী ইমরান আহমদ বলেন, জনগণকে বুঝাতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, শেখ হাসিনার হাত ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, চট্টগ্রামে টানেল নির্মাণ হয়েছে, ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উন্নয়নে শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, ১নং পশ্চিম ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে শামীম আহমদ, ২নং পশ্চিম ইসলাম ইউনিয়নের পক্ষে মুল্লুক হোসেন, ৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে কমর উদ্দিন চৌধুরী, ৪ নং ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন আহমদ, ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মাস্টার ফয়জুর রহমান, ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে আব্দুল হাসিম প্রমুখ। বিজ্ঞপ্তি