বইপড়া উৎসব উদ্বোধন ৯ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৬:০২:৪০ অপরাহ্ন
সিলেটে ‘জেলা পরিষদ-ইনোভেটর বইপড়া উৎসব’ এর উদ্বোধন ও বই বিতরণ আগামী ৯ ডিসেম্বর শনিবার। ঐ দিন বেলা ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে বইপড়া উৎসবের নির্বাচিত বই তুলে দেয়া হবে। এতে শিক্ষার্থীদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে এসে বই গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইনোভেটরের নির্বাহী সঞ্চালক এবং বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা প্রণবকান্তি দেব জানান, চলতি আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এ বছর দুটি বিভাগে ৮শ শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার জেলার শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, এবছর সিলেট জেলার উপজেলা পর্যায়েও এ বইপড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি উপজেলাতে ১শ জন শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি