সিলেটে ছাত্রদল সম্পাদকসহ ৪ জন কারাগারে
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৮:৩৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মশাল মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় নগরীর ঝর্নারপার এলাকায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে। এ সময় তারা রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড গুলি করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসান (৩০), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ (২৮), ছাত্রদল নেতা ওয়াহিদ আহমদ (১৯) ও রেদোয়ান আহমদ রাব্বি (২৪) কে আটক করে।
এদিকে পুলিশের সাথে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হন পুলিশ পরিদর্শক সুমন কুমার চৌধুরী, এসআই জুনেদ আহমদ ও কনস্টেবল মহিবুর রহমান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।