সিলেটে হরতালে স্থবির জনজীবন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৮:৪০:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : টানা অবরোধের পর সিলেটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপি-জামায়াত, সমমনা দল ও জোট আহুত সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী। হরতাল চলাকালে নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর বিভিন্ন পয়েন্টে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে পিকেটিং ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হরতাল চলাকালে নগরী থেকে স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের ২ জনকে আটক করে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দূরপাল্লার কোন বাস সিলেট ছেড়ে যায়নি। আন্তঃজেলা রোডেও চলাচল করেনি বাস। তবে বিকেলের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর নিরাপত্তায় আন্তঃজেলা রোডে বাস চলাচল করলেও যাত্রী কম থাকায় খুব কমসংখ্যক বাস চলতে দেখা গেছে। দূরপাল্লা ও আন্তঃজেলা রোডে বাস চলাচল বন্ধ থাকায় সীমাহিন ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে নির্দিষ্ট গন্তব্যে রওয়ানা দিতে বাধ্য হন। সকাল থেকে দুপুর পর্যন্ত বাস চলাচল ও দোকানপাঠ বন্ধ থাকায় সিলেটের জনজীবনে নেমে আসে স্থবিরতা। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সাথে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকে নগরীতে সীমিত আকারে চলছে রিক্সা ও সিএনজি অটোরিক্সাসহ ছোট ছোট যানবাহন। বেলা বাড়ার সাথে নগরীতে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। হরতাল চলাকালে নগরীর প্রায় সকল অভিজাত শপিং মল ও বিপনী বিতান বন্ধ ছিল। খুলেনি হাসান মার্কেট, হকার্স মার্কেট থেকে শুরু করে রাস্তার পার্শে¦র অধিকাংশ দোকানপাঠ। তবে বিকেলের দিকে নগরীতে কিছু কিছু দোকানপাঠ খুলতে দেখা গেছে। দিনভর বিভিন্ন পয়েন্টে থেমে থেমে পিকেটিং ও মিছিলকে কেন্দ্র করে জনমনে বিরাজ করছিল আতঙ্ক। যদিও বৃহস্পতিবার নগরীর কোথাও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকালের দিকে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাটের নেতৃত্বে নগরীর সুবিদবাজার এলাকায়, দুপুরের দিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে নগরীর চৌহাট্টা সংলগ্ন মিরবক্সটুলা এলাকায় পৃথক মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে দরগাগেইট এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মিছিল বের করা হয়।
এসএমপির উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, বৃহস্পতিবার নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সতর্ক অবস্থানে ছিল। নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিকেলে নগরী থেকে ২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।