সিলেটবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৮:৫১:৫২ অপরাহ্ন
সরকারের পদত্যাগের একদফা দাবীতে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করায় বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, আওয়ামী দুঃশাসনের ফলে দেশবাসী এমনিতেই অস্বস্তিতে রয়েছেন। এর পরও চলমান সংকটময় পরিস্থিতিতে শত কষ্টের পরও দেশের গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ে চলমান সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির প্রতি অকুণ্ঠ সমথর্ন দিয়ে সকল কর্মসূচি সফল করায় আমরা সিলেবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। বিজ্ঞপ্তি