সিলেট-৩ আসনে হাবিব এমপি’র মনোনয়ন দাখিল
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৮:৫৬:১১ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত এমপি পদপ্রার্থী হিসেবে সিলেট-৩ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেণ বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারে কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটানিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল।
পরে এমপি হাবিবুর রহমান হাবিব দক্ষিণ উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায় এর কাছে অনুরূপ মনোনয়ন পত্র জমা দেন। বিজ্ঞপ্তি