সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী কফিল চৌধুরীর মনোনয়ন দাখিল
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৯:০০:২২ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট জেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী কফিল আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটানিং অফিসারে কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মকদ্দস আলী, বাবলু মিয়া, সাহেল আহমদ চৌধুরী কামাল, সজিব আলী, শাহ সিদ্দিকুর রহমান, সাকিব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি