সুনামগঞ্জে ছাত্রলীগের ন্যায্যমূল্যে সবজী বিক্রি
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৩, ৫:৫০:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টায় রমিজ বিপনীস্থ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে ন্যায্য মূল্যে সাধারণ ক্রেতাদের মধ্যে সবজি বিক্রি করে জেলা ছাত্রলীগ। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদের আয়োজনে সবজি বিক্রয় কেন্দ্রটি স্থাপন করা হয়। সাধারণ মানুষের কথা ভেবে ও অসাধু ব্যবসায়ীদের চরম মূল্যে সবজি বিক্রির প্রতিবাদে এমন ব্যতিক্রম আয়োজন করেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ, লায়েছ আহমেদ রাবিন, শেখ অলি ও জেলা ছাত্রলীগ নেতা পাপ্পু, ইউসুফ আহমেদ, সামসুল ইসলাম, মুনতাছির হাসান, আকেপ, মাহদী প্রমূখ।