কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৩, ৬:০৪:৫৬ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) কোষাধ্যক্ষ ও সপ্তদশ কেমুসাস বইমেলা উপকমিটির আহবায়ক ছয়ফুল করিম চৌধুরী হায়াত বলেছেন, বইমেলাকে কেন্দ্র করে লেখক-পাঠক মেলবন্ধন তৈরি হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টাতে লেখক-পাঠকরা নতুন বইয়ের জন্য উন্মুখ থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৭৮ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কবি হুসাইন ফাহিম, আবদুল গফফার ও তাসলিমা খানম বীথি। কেমুসাসের জীবন সদস্য কামাল আহমদের সঞ্চালনায় আসরে লেখা পাঠে অংশ নেন আতাউর রহমান বঙ্গী, আব্দুস সামাদ, ফরিদ আহমদ, মকসুদ আহমদ লাল, মুমিনুল ইসলাম ও আবদুস সুবহান আজাদ।
আসরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য কামরুল আলম, ছয়ফুল আলম পারুল, চন্দ্রশেখর দেব, সিরাজুল হক, দেওয়ান গাজী আবদুল কুদ্দুছ শমশাদ, বিমান বিহারী বিশ^াস, মো. ফয়সাল আহমেদ, জুবের আহমদ, রাকিব আলী রকি, আকলিছুর রহমান সাগর, তুহিন আহমদ, রিপন মিয়া, সাজিদুর রহমান, জোবায়দা বেগম আখি, নাহিদা ও মো. লিলু মিয়া। বিজ্ঞপ্তি