বড়লেখায় ‘ঠিকানা ট্যুর এন্ড ট্রাভেলস’ এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৩, ৮:০১:১৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শাহাব উদ্দিন এমপি বলেছেন, আগামি ৭ জানুয়ারি অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বড়লেখা-জুড়ীর মানুষ নৌকায় ভোট দেবেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।
মন্ত্রী শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরের উত্তর বাজারে ‘ঠিকানা ট্যুর এন্ড ট্রাভেলস’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শায়খ খায়রুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম।
‘ঠিকানা ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর স্বত্তাধিকারী সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, পৌর কাউন্সিলার আবুল হাশিস স্বপন, সাবেক শিক্ষক নাজমুল ইসলাম প্রমুখ।