দি সিলেট ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৩, ৮:২১:১২ অপরাহ্ন
দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন সেন্টারে স্কুল-মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার সম্পন্ন হয়েছে।
বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, আঞ্জুমানে খেদমতে কুরআনের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মোঃ আব্দুস শাকুর, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জাহেদুর রহমান চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমাইদি, সিলেট আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল ডঃ সোলায়মান, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, আল-আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল আহাদ প্রমুখ।
সকাল ১০ টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন সেন্টারগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সেন্টারগুলো হচ্ছে, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার, আল-আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ইসলামপুর, সিলেট আইডিয়াল মাদরাসা-উপশহর, সিটি মডেল স্কুল কালীবাড়ি, মদিনা মার্কেট, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া মাদরাসা কানাইঘাট, উদয়ন কিন্ডারগার্ডেন ওসমানীনগর, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা সুনামগঞ্জ, আল ফালাহ ইসলামী একাডেমী জুড়ি, মৌলভীবাজার ও দারুল হিকমা মাদরাসা নবীগঞ্জ।
পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দি সিলেট ইসলামিক সোসাইটির নেতৃবৃন্দ মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সেন্টারের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সবাইকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি