বর্ণাঢ্য আয়োজনে সিলেটে বিজয়ের মাস বরণ
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৩, ৮:৫৪:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ের মাসকে বরণ করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসনের পক্ষথেকে নগরীতে র্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, জেলা প্রশাসক শেখ রাসেল হাসানসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে শহীদ মিনারের বেদীমূলে শ্রদ্ধা জানানো হয়।