মনোনয়ন বঞ্চিত হলেও নৌকার পক্ষে কাজ করবেন মনির হোসাইন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ৫:৪৯:০৬ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মুহাম্মদ মনির হোসাইন। এ নিয়ে পর্যায়ক্রমে তিন বার মনোনয়ন চেয়ে তিনি বঞ্চিত হয়েছেন। এবার দল স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিলেও নির্বাচন না করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার দুপুরে সিলেট নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান প্রবাসী এই আওয়ামী লীগ নেতা।
লিখিত বক্তব্যে মুহাম্মদ মনির হোসাইন বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি মনোনয়ন পাইনি। যদিও এবার আমার দল স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ রেখেছে। তবু আমি মনে করি দলীয় প্রার্থী রেখে স্বতন্ত্র প্রার্থী হলে আদতে নৌকার বিরুদ্ধেই অবস্থান নেওয়া। তাই মুজিব আদর্শের প্রতি সম্মান রেখে, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সমীহ করে আমি স্বতন্ত্র প্রার্থী হওয়া থেকে বিরতি থেকেছি। পাশাপাশি নিজ অবস্থান থেকে দলীয় প্রার্থীর প্রতি আমার সমর্থন ও সহযোগিতা থাকবে। তিনি বলেন, বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম। নৌকাপ্রত্যাশী ছিলাম এবারের সংসদ নির্বাচনেও। কিন্তু ইতিপূর্বে দলের প্রধান শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিয়েছেন তার বিরুদ্ধে দাঁড়াইনি বরং সিলেট-৩ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে নানাভাবে দলীয় প্রার্থীকে সহযোগিতা করেছি। এবারও এর ব্যতিক্রম হবে না।
নির্বাচন না করলেও অতীতের ন্যায় সিলেট-৩ সংসদীয় আসনের মানুষের কল্যাণে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়ে মনির হোসাইন বলেন, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রি চক্ষু শিবির, গৃহনির্মাণ, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা করে যাচ্ছি। আমার এমন কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি